• NEWS PORTAL

  • সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা

প্রকাশিত: ১৮:১৪, ৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা

ছবি: রুমিন ফারহানা (সংগৃহীত)

বিএনপি থেকে বহিষ্কার হয়েও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়নপত্র জমার সময় দাখিল করা হলফনামায় সম্পদ হিসেবে চমক দেখিয়েছেন তিনি। হলফনামায় তার ধানমন্ডিতে ৫ কাঠা জমি ও ৫টি ফ্ল্যাটের মালিকানা, নগদ ৩২ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কারের তথ্য উঠে এসেছে।

তার মধ্যে রুমিন ফারহানার কোনো ব্যাংক জমা, বন্ড বা যানবাহন নেই। তিনি ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে আয় দেখিয়েছেন ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা।

শুধু তাই নয়, আইনগতভাবে তার নামে ছিলো চারটি ফৌজদারি মামলা। যার সবগুলো নিষ্পত্তি হয়েছে এবং তিনি কোনো ঋণগ্রস্ত নন।

প্রসঙ্গত, রুমিন ফারহানা ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে ২৪ ডিসেম্বর তার পক্ষে নমিনেশন ফরম সংগ্রহ করা হয়। বিএনপি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামীর প্রার্থী জুনায়েদ আল হাবিবকে এই আসন দেওয়ায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তিনি গত ৩১ ডিসেম্বর দল থেকে বহিষ্কৃত হন। তাই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিতে এখন সরাসরি লড়াই করবেন জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবের বিপক্ষে। 

রুমিন ফারহানা মনোনয়ন দাখিলেন দিনই বলেছিলেন, আমার বাবা আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে নির্বাচন করেছিল। আর আমি বিএনপির জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করছি। আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া চাই। আমার এলাকার জনগণ ও কর্মী-সমর্থকরা আমার ওপর যে বিশ্বাস রেখেছে সেটার আস্থা যেন রাখতে পারি। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2