তারেক রহমানের সাথে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিবের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নের। শুক্রবার (০৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, ‘তারেক রহমানের সঙ্গে দুইবার সামনা-সামনি দেখা হলো, কথা হলো। গতকাল রাতেও একবার দেখা হলো। দেড় যুগের প্রবাস জীবন, দীর্ঘযাত্রার ক্লান্তি, বৈরী আবহাওয়া সবমিলিয়ে সবকিছুই তার শরীরের জন্য প্রতিকূল। দৃঢ়চেতা মানুষটি সবকিছু সামলে নিলেও শরীরের উপরতো সবসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ সম্ভব নয়। দেশ ও গণতন্ত্রের স্বার্থে তিনি সুস্থ থাকুন।’
তারিক চয়ন আরও লিখেছেন, ’গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে স্বৈরাচারের রোষানলে পড়ে ভ্রাতৃহারা, মাতৃহারা এই মানুষটিকে আল্লাহ্ শোক সইবার তৌফিক দান করুন।’
এর আগে গত সোমবার (০৪ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের প্রেস সচিব তারিক চয়ন।
বিভি/এজেড




মন্তব্য করুন: