• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

এক বিজ্ঞপ্তিতে ৪ নারীসহ ১২ নেতাকে সুখবর দিলো বিএনপি

প্রকাশিত: ২২:০৩, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক বিজ্ঞপ্তিতে ৪ নারীসহ ১২ নেতাকে সুখবর দিলো বিএনপি

এক বিজ্ঞপ্তিতেই মহিলা দলের ৪ নেত্রী ও বিএনপির ৮ নেতাকে সুখবর দিয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। একইসঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত বিভিন্ন পর্যায়ের ১২ জন নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

শুক্রবার (৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট নেতাকর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে যাদের—বরিশাল মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রুপন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদী।

এছাড়া ৪ নারী হলেন- বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, ২৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, ৩০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহসভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের কেবল প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা ও নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2