• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

মনোনয়ন বাতিলে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আপিল

প্রকাশিত: ১৮:৫০, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মনোনয়ন বাতিলে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আপিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলে আবেদন জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। একইসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহও।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এসব আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আপিল ও আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসন ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে।

আপিল আবেদনের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত আপিল আবেদন জমা নেয় নির্বাচন কমিশন। অন্যান্য দিনের মতো বিকাল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও বিকাল পেরিয়ে রাত গড়ালেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে। বিকাল পাঁচটার মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন তাদের সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। 

অন্যান্য দিনের মতো আজও ১ শতাংশ ভোটের বিধান সঠিক নয় বলে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এসব শুনানি হবে। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2