খালেদা জিয়ার প্রয়াণে ফিফা সভাপতির শোকবার্তা, ধন্যবাদ জানাল বাফুফে
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক ক্রীড়া মহল থেকেও শোকবার্তা এসেছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের উদ্দেশে পাঠানো শোকবার্তায় ফিফা সভাপতি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। ইনফান্তিনো বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশটির রাজনৈতিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃঢ় ও স্মরণীয় উত্তরাধিকার রেখে গেছেন বলেও উল্লেখ করেন ফিফা সভাপতি।
ফিফার পক্ষ থেকে এই শোকবার্তায় বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং দেশের জনগণের প্রতি গভীর সহমর্মিতা জানানো হয়। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের সর্বোচ্চ পর্যায় থেকে পাওয়া এমন বার্তাকে সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেছে বাফুফে। সংস্থাটি জিয়ান্নি ইনফান্তিনো ও বৈশ্বিক ফুটবল সম্প্রদায়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও শোকের আবহ তৈরি হয়। ইতোমধ্যে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাব আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে। এর অংশ হিসেবে গত ৫ জানুয়ারি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বেগম খালেদা জিয়ার মৃত্যুদিনে বাফুফের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে এবং মরহুম নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
বিভি/এজেড




মন্তব্য করুন: