• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ: আমীর খসরু 

প্রকাশিত: ২০:৫৩, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ: আমীর খসরু 

ছবি: আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদেরকেও অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ। আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন- মন্ত্রী হতে বলেছেন। কিন্তু আমি সেই লোভে পা দিইনি। কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখেছি। তিনি আমাদের আপসহীন হতে শিখিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র ২৫ ভাগ সময় ক্ষমতায় ছিলেন, বাকি ৭৫ ভাগ সময়ে আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নির্যাতিত হয়েছেন। জেলে গিয়েছেন কিন্তু কোন আপস করেননি। তখন স্বৈরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন। শেখ হাসিনা মিলিয়েছেন, আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন। ১/১১ এর সময়ও অনেকে আপস করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও অনেক লোভ দেখিয়েছিলেন। কিন্তু দেশনেত্রী কখনো কোনোভাবেই আপস করেননি।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মো. সেকান্দর, হাজী হোসেন, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2