• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

প্রকাশিত: ১৪:১০, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৩, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বগুড়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট

ছবি: কাজী রফিকুল ইসলাম

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় এলাকার বিএনপি মনোনীত এবং বৈধঘোষিত প্রার্থী কাজী রফিকুল ইসলাম এর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট খারিজ করেছেন আদালত। রবিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। এতে করে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা নেই।

জানা গেছে, দুটি বেসরকারী ব্যাংকের ঋণের বিষয়ে উচ্চ আদালত থেকে স্টে অর্ডার নিয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। তবে, গত বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া আগের আদেশ স্থগিত করেন। 

তবে রবিবার (১১ জানুয়ারি) সকালে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানী শেষে সেই স্থগিতাদেশ খারিজ করে দেন। এতে করে বগুড়া-১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা রইল না।

এদিকে এই খবরের পর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

পরে গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এমপি কাজী রফিকুল। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2