ক্রাচে ভর দিয়েই তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দিনভর তারেক রহমান প্রণীত দেশগড়ার পরিকল্পনার লিফলেট প্রচার করেছেন ডাকসুতে ছাত্রদল থেকে জিএস পদে প্রার্থীতা করা তানভীর বারী হামিম।
রবিবার (১১ জানুয়ারি) ছাত্রদল নেতাকর্মীদের সাথে নিয়ে ক্রাচে ভর দিয়েই তিনি এ প্রচারণা চালান।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেড় বছরে দেড় কোটি কর্মসংস্থানের পরিকল্পনা ও তার বাস্তবতা তুলে ধরতে দেখা যায় তাকে। শিক্ষার্থীদেরও এসময়ে পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন ধরণের প্রশ্ন করতে দেখা যায়।

তানভীর বারী হামিম জানান- বাংলাদেশে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার। তরুণ ভোটাররা রাজনৈতিক কথার ফুলঝুরি থেকে পরিকল্পনা ও তা বাস্তবসম্মত কিনা এটিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।আর এ জন্যই তারেক রহমানের বাস্তবসম্মত পরিকল্পনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরছি। তারা ইতোমধ্যেই অনেক পরিকল্পনা সম্পর্কে জানেন এবং তারা সন্তুষ্ট প্রকাশ করছে রাজপথের পাশাপাশি বিএনপির পরিকল্পনার প্রসারতা ও গভীরতাকে পর্যালোচনা করে।
এসময়ে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, সূর্যসেন হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আমিনুল হক রাজা অভি, বিজয় একাত্তর হল ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, মুজিব হল ছাত্রদল যুগ্ম আহবায়ক মেমিতুর রহমান পিয়াল, ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রদলনেত্রী লিরা, মেধাসহ প্রমুখ।
বিভি/এজেড




মন্তব্য করুন: