• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ: নাহিদ ইসলাম

প্রকাশিত: ১৭:১৬, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণ বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে আবারও দেশে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে আসবে এবং যে দলই ক্ষমতায় আসুক, তারা পূর্বের ন্যায়  স্বৈরাচারে পরিণত হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বাংলামটরে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণামূলক গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দল নানা কৌশলে গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে। যারা কখনোই সংস্কার চায়নি, তারাই এখন ‘না’ ভোটের পক্ষে কথা বলছে বলে দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, যারা গণভোটে ‘না’-এর পক্ষে থাকবে, তারা আগামী নির্বাচনে জনগণের সমর্থন পাবে না।

একই সঙ্গে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলে এনসিপি। তাদের দাবি, এই কার্ডের অর্থায়ন কোথা থেকে হবে- সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।

শঙ্কা প্রকাশ করে তারা বলেন, এসব কার্ড দলীয় লোকজনই পাবে এবং সাধারণ মানুষের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা।

এ সময় নাহিদ ইসলাম স্মরণ করিয়ে দেন, অতীতে আওয়ামী লীগ সরকার ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশকে লুটপাটের দিকে ঠেলে দিয়েছিল।

তিনি বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটবে, চাকরির জন্য কাউকে আর ঘুষ দিতে হবে না।

এনসিপির বিশ্বাস, আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোট জয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2