• NEWS PORTAL

  • শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলনের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

প্রকাশিত: ২২:২৩, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ইসলামী আন্দোলনের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতি

দুদিন আগেও যে দলটি ছিল জোটের বড় অংশ। সেই দলই আজ জোটের বাইরে এসে নিজেদের একক প্রার্থী ঘোষণা সিদ্ধান্ত জানিয়েছে। শুধু তাই নয়, কেন ওই জোটে থাকলো না, সেই ব্যাখ্যাও দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে তাদের বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামীও।

শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে একটি বক্তব্য দিয়েছেন। তবে ওই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৬ জানুয়ারি) দলটি সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।

তিনি বলেন, ‘আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে।’

‘‘গাজী আতাউর রহমান ‘আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছে’ বলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন।’’

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারও সঙ্গে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ আমরা করি না। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি গাজী আতাউর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে, শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একক নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ সময় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।’

জোটে না যাওয়ার কারণ হিসেবে তিনি অভিযোগ জানিয়ে বলেন, ‘ইসলামি আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আসন্ন নির্বাচনে ইসলামপন্থিদের ওয়ানবক্স পলিসি নির্মাণ করেছিলেন পীর সাহেব চরমোনাই। তার এই ডাকে অনেকে সুর মিলিয়ে কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম, এক পর্যায়ে এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় যাওয়ার একমাত্র লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামপন্থি শক্তির ওয়ানবক্স পলিসির ধারাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা মর্মাহত।’

গাজী আতাউর রহমান বলেন, ‘আপনারা লক্ষ করেছেন যে, গতকাল একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে আসন বণ্টন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথ চলা, ৫ আগস্ট-পরবর্তী সারা দেশে আমরা ইসলামপন্থি শক্তি একসঙ্গে করার জন্য যে চেষ্টা-সাধনা করেছিলাম। আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে আমাদের যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য অর্জিত না হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। লক্ষ্য অর্জিত না হওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে আমরা চিন্তা করলাম, আমাদের ইসলামের পক্ষের একটি বাক্সকে আমাদের হেফাজত করতে হবে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন, সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী, তিনি স্পষ্ট করে বলেছেন যে, আমরা আশ্বস্ত হয়েছি, জামায়াতের আমির শরিয়া প্রতিষ্ঠা, শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না। এই ওয়াদা তিনি করেছেন। এজন্য আমরা আশ্বস্ত হয়েছি। এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম, আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না। কারণ, আজ যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিবেশ-পরিস্থিতি তৈরি হয়েছে, এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সমান আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, যদি ইসলামি আইনের প্রতি তাদের আস্থা না থাকে… তাহলে আমরা যে কর্মী-সমর্থক সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তাই আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হতে পারব না। নেতাকর্মী ও জনগণের সঙ্গে প্রতারণা করতে পারব না।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত