• NEWS PORTAL

  • শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

তিন নেতাকে সুখবর দিলো বিএনপি, আছেন ঢাকার একজনও

প্রকাশিত: ২২:৫৪, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তিন নেতাকে সুখবর দিলো বিএনপি, আছেন ঢাকার একজনও

ভিন্ন ভিন্ন দুটি বিবৃতি তিন নেতাকে সুখবর দিয়েছে বিএনপি। যাদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার এক নেতাও। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ওই তিন নেতা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। আর ঢাকা জেলার মধ্যে রয়েছেন- সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুটি ভিন্ন ভিন্ন বিজ্ঞপ্তি

আব্দুল খালেক ও মেহেদী হাসান পলাশের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৪ জানুয়ারি) তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে। নির্দেশক্রমে বৃহস্পতিবার পুনরায় তাদের আবেদনের প্রেক্ষিতে স্ব-পদে বহাল করা হয়েছে।

এদিকে মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ঢাকা জেলাধীন সাভার উপজেলার অন্তর্গত তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত