প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান
লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী
বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তিনি নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে তাহমিনা জামানের পক্ষে মাহমুদুল হাসান নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি জানান, অফিসিয়াল কাজে জেলার বাইরে থাকায় এখনো আবেদনপত্রটি হাতে পাননি।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানতে তাহমিনা জামানের ব্যক্তিগত সহকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
তবে দলীয় সূত্রে জানা গেছে, লুৎফুজ্জামান বাবরের ব্যাকআপ প্রার্থী হিসেবে তাহমিনা জামান শ্রাবণী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে দলীয়ভাবে লুৎফুজ্জামান বাবর বিএনপির ধানের শীষ প্রতীক পাওয়ায় তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য সংখ্যক ভোট অর্জন করেছিলেন।
নেত্রকোণা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।
বিভি/এজেড



মন্তব্য করুন: