ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি: তারেক রহমান
ক্ষমতার জন্য নয় বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার(২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি কড়াইলবাসীর উদ্দেশে এই কথা বলেন।
বক্তব্যে তিনি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান পরিচয়ের চেয়েও বড় পরিচয় হিসেবে ‘জনগণের সন্তান’ হিসেবে তুলে ধরেন। এসময় তিনি দেশের আপামর জনসাধারণের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারেক রহমান জানান, মা-বোনদের স্বাবলম্বী করা এবং কৃষকদের সহায়তা দিতে তিনি ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিতে চান। কড়াইল বস্তিবাসীর সন্তানদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে মানসম্মত শিক্ষা ও আধুনিক চিকিৎসাসেবার প্রতিশ্রুতিও দেন তিনি। তার ইচ্ছা এই এলাকার সন্তানরা যেন বিদেশি ভাষায় দক্ষ হয়ে বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরতে পারে।
আবাসন সমস্যা সমাধানে তিনি ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা এবং একটি নতুন ক্লিনিক স্থাপনের কথা উল্লেখ করেন। নিজের ব্যক্তিগত ঘর হারানোর স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন যে সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই হারানোর বেদনা তিনি গভীরভাবে অনুভব করেন।
চব্বিশের গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আল্লাহর রহমত থাকলে এবং জনগণের দোয়া পাশে থাকলে তিনি এই উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়ন করবেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: