যানজট নিরসনই হবে প্রথম অগ্রাধিকার: ইশরাক হোসেন
ইশরাক হোসেন
রাজধানীর যানজট, গ্যাস সংকট, জলাবদ্ধতা ও নিরাপত্তা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এসব সমস্যার সঙ্গে তার ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতা জড়িত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওয়ারির আর কে মিশন রোডে ইজাব আলিফা সিদ্দিকী স্বপ্ননীড় ফ্লাট ওনার্স এসোসিয়েশন এর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইশরাক বলেন, আমি আপনাদের এলাকার একজন সন্তান। এখানেই গোপীবাগ সেকেন্ড লেনেই আমার বেড়ে ওঠা। এখানে আমার জন্ম। আমরা আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছি এবং এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান নাগরিক অধিকার নিয়ে বাঁচবে। এটিই আমাদের রাজনীতির মূল আদর্শ।
তিনি বলেন, আমাদের এই নগরীর সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে জানজট অন্যতম। জনসংখ্যার অতিরিক্ত চাপ ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে এই সংকট তৈরি হয়েছে। জানজটের ফলে সময় নষ্ট হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, বায়ু ও শব্দদূষণ বাড়ছে এবং এর প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর।
গ্যাস সংকটও একটি বড় সমস্যা। এটি একটি জাতীয় সমস্যা এবং পুরনো গ্যাস পাইপলাইনের উন্নয়ন জরুরি। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, যদি আগামী দিনে সরকার গঠন করতে পারি, তাহলে বিশেষ করে এই অঞ্চলে জানজট নিরসনই হবে আমার প্রথম অগ্রাধিকার। আমরা মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি নয়, জবাবদিহিতার রাজনীতি করতে চাই।
জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া কেউ জনপ্রতিনিধি হতে পারে না জানিয়ে তিনি বলেন , গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে যাকে আপনাদের পছন্দ হয় তাকেই ভোট দিন কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে শরিক হয়েছি, তা যদি আগামী দিনে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
তিনি আশ্বাস দিয়ে বলেন, নারী ও শিশুদের নিরাপত্তাসহ নগরীর জলাবদ্ধতা, ময়লা-আবর্জনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা কাজ করতে চাই।
দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ বা অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, দল-মত ও ধর্ম নির্বিশেষে সবাই এই দেশে সমান অধিকার নিয়ে বাঁচবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ আরিফ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মুক্তা ,৩৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক
আব্দুল্লাহ আল জাহিদ ডেবিটসহ প্রমুখ।
বিভি/টিটি



মন্তব্য করুন: