• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

ডিবিতে ইসলামী আন্দোলনের অভিযোগ

প্রকাশিত: ১৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ডিবিতে ইসলামী আন্দোলনের অভিযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের দাবিতে ডিবিতে অভিযোগ দায়ের করেছে দলটি। বুধবার (২১ জানুয়ারি) বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র পরিকল্পিতভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের আমিরসহ নেতাদের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে এমন একটি ভুয়া ও বানোয়াট সংবাদ সম্প্রতি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের সামগ্রিক পরিবেশকে অসুস্থ করে তুলছে এবং সমাজে নোংরামির বিস্তার ঘটাচ্ছে। এসব অপপ্রচার অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

অধ্যাপক মাহবুবুর রহমান আরও বলেন, ডিবির প্রধানের সঙ্গে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক প্রচারের নামে কারও বিরুদ্ধে নিন্দা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের দাবি জানানো হয়েছে।

ডিবি প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী। 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান এবং সাইবার টিমের আহ্বায়ক অ্যাডভোকেট মনির হোসেনসহ অন্যরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত