প্রস্তুত পলোগ্রাউন্ড, থাকছে ব্যাপক নিরাপত্তা
দুই দশক পর চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান তিনি। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করবেন তিনি।
জানা যায়, এদিন বেলা ১১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে বক্তৃতা করবেন তারেক রহমান। এ উপলক্ষ্যে কয়েকদিন ধরে পলোগ্রাউন্ড মাঠে চলছে প্রস্তুতি। মাঠের পশ্চিম পাশে প্রায় দুই হাজারের বেশি বাঁশের খুঁটি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। এক মঞ্চে প্রায় দেড় হাজার মানুষ বসতে পারবেন। মঞ্চের সামনে থাকবে পাঁচ হাজারের বেশি চেয়ার।
এদিকে, মহাসমাবেশ উপলক্ষ্যে চট্টগ্রাম নগরী রাখা হয়েছে কঠোর নিরাপত্তার আওতায়। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে—রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন। মঞ্চকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেখানে কেবল বিএনপির কেন্দ্রীয় নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা এবং বৃহত্তর চট্টগ্রামের ২৩টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা অবস্থান করতে পারবেন। মঞ্চের সামনের অংশ ইয়েলো জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সাংবাদিক ও নারীদের জন্য আলাদা ব্লক থাকবে। পুরো মাঠকে রাখা হয়েছে গ্রিন জোন হিসেবে।
পোশাকধারী ও সাদাপোশাক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ (চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোও নিরাপত্তা ইস্যুতে কাজ করছে। এর আগে সিএমপির ডগ স্কোয়াড ইউনিট প্রশিক্ষিত পাঁচটি বিদেশি কুকুর দিয়ে মঞ্চসহ আশপাশের পুরো এলাকা তল্লাশি চালায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ৩ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছেন।
এদিকে, মহাসমাবেশকে কেন্দ্র করে বিধিনিষেধ উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে সিএমপি। এতে উল্লেখ করা হয়েছে জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অননুমোদিত ড্রোন উড্ডয়ন এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো বস্তু প্রদর্শন বা প্ল্যাকার্ড বহনেও নিষেধাজ্ঞা জারি রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: