• NEWS PORTAL

  • রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

দিনাজপুর ও বরিশালে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ২৩:০২, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:১৫, ২৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দিনাজপুর ও বরিশালে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথচলা আর কর্মময় জীবনের ওপর বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উদ্যোগে জেলা পর্যায়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবনের সাথে জড়িয়ে থাকা ১২টি জেলায় এই আয়োজন করা হবে। 

শনিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি, ঢাকার সভাপতি মারুফা রহমান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদের যৌথ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ৩টায় দিনাজপুর পৌরসভার লোক ভবন চত্বর মাঠ ও বরিশালের বেলস পার্কে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজধানীর জিয়া উদ্যান ও বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা। তরুণরা বেগম খালেদা জিয়া সম্পর্কে জানতে চায়। তার রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চায়। তরুণদের আগ্রহের জায়গা থেকেই এবার জেলা পর্যায়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। 

আগামীকাল দিনাজপুর পৌরসভার লোক ভবন চত্বর মাঠে প্রদর্শনী আয়োজনে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বেগম খালেদা জিয়ার স্বজন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। একই সময় বরিশালের বেলস পার্কেও এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে, যা দুই দিনব্যাপী চলবে। 

পরবর্তীতে ধাপে ধাপে দেশের ১২টি জেলায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন চলমান থাকবে বলেও জানানো হয়েছে। জেলাগুলো হলো: খুলনা, দিনাজপুর, রংপুর, বরিশাল, বগুড়া, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, ফেনী ও কক্সবাজার। 

উক্ত অনুষ্ঠানে বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হবে। এছাড়াও তার জীবনের উপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: