• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ১০০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:১২, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের ১০০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়ি ধানের শীষে সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরের টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর আয়োজনে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। যোগদান অনুষ্ঠানে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনরা প্রধান অতিথিকে ধানের শীষ দিয়ে বরণ করে নেন।

যোগদানকারী সাবেক লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান দশরথ চাকমা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। নতুনভাবে রাজনৈতিক পথচলায় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের জন্য কাজ করছি। আজকে আপনারা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনের সবাইকে এক হয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি মেম্বার ও মানবিক কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিময় চাকমা। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান সহ খাগড়াছড়ি নয়টি উপজেলার ধানের শীষে সমর্থনে তৃণমূল পর্যায়ের চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: