• NEWS PORTAL

  • বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

রংপুরে খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ২২:৫৯, ২৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রংপুরে খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি এক অনন্য ব্যক্তিত্ব। তার সংগ্রামী পথ চলা আর কর্মময় জীবনের ওপর বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উদ্যোগে খুলনা ও রংপুরে দু'দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টায় রংপুর টাউন হল মাঠে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। যেখানে বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন ও তার জীবনের ওপর নির্মিত বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। যা আরও দু'দিন চলমান থাকবে।

রংপুর টাউন হল মাঠে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু। উদ্বোধন শেষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, 'দেশনেত্রীর জানাজায় এতো মানুষের সমাগম হয়েছে যেটা বিশ্বের প্রধান জানাজাগুলোর মধ্যে অন্যতম। মানুষটা সারাজীবন লড়াই করেছেন জনগণের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষার জন্য। তরুণ প্রজন্ম যারা বেগম জিয়ার নেতৃত্ব সামনে থেকে দেখে নাই, তারা বেগম জিয়ার সম্পর্কে জানতে চায়। এমন আয়োজন প্রশংসনীয়।' 

অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় আমরা আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার উপদেষ্টা আতিকুর রহমান রুমন রংপুরবাসীকে শুভকামনা জানান। দেশব্যাপী এ অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং নাট্য সম্পাদক বিভান বাদল, রংপুর জেলা জাসাসের আহ্বায়ক নুরুজ্জামান মানিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিটন পারভেজ, জেলা শ্রমিকদলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, বিএনপির রংপুর মিডিয়া সেলের সদস্য জিয়াউর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি বিপ্লব হোসেন বিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরাল সুজন, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি ও জুনায়েদ চৌধুরি, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেদ রানা রাসুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শোক বইয়ে স্বাক্ষর করেন।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রাথমিক পর্যায়ে বেগম খালেদা জিয়ার জীবনের সঙ্গে সম্পৃক্ত ১২টি জেলায় এই আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে ঢাকা, দিনাজপুর ও বরিশালে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রংপুর ও খুলনার পর পর্যায়ক্রমে বগুড়া, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, ফেনী ও কক্সবাজারে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে রাজধানীর জিয়া উদ্যান ও বিচারপতি শাহাবুদ্দিন পার্কেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী ও কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি।

বিভি/টিটি

মন্তব্য করুন: