খুলনায় খালেদা জিয়ার সংগ্রামী জীবনের লোকচিত্র প্রদর্শনী সম্পন্ন
আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে খুলনায় দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর শহীদ হাদিস পার্কে আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এর আয়োজক মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
সমাপনী অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর ওপর আলোচনা করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। ভিডিও বার্তায় যুক্ত হন মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা ও আমারা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হয় ।
আতিকুর রহমান রুমন ভিডিও বার্তায় ধন্যবাদ জানিয়ে সকলকে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিভি/টিটি



মন্তব্য করুন: