• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

পদ্মসেতু থেকে সখিপুর পর্যন্ত রেললাইন গড়ার স্বপ্ন দেখছি: শফিকুর রহমান কিরণ

প্রকাশিত: ২৩:৪১, ২৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৪২, ২৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পদ্মসেতু থেকে সখিপুর পর্যন্ত রেললাইন গড়ার স্বপ্ন দেখছি: শফিকুর রহমান কিরণ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে শরীয়তপুর জেলার নড়িয়া-সখিপুর অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পদ্মসেতু থেকে সখিপুরের আনন্দবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের স্বপ্ন দেখছি বলে জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত ‘আগামীর সখিপুর কেমন দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ঢাকাস্থ সখিপুরবাসী।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া-সখিপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেন, নড়িয়া-সখিপুর নিয়ে তার সুদূরপ্রসারী ও বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি, বিদেশি ও ব্যক্তিগত অর্থায়নে এই অঞ্চলে আধুনিক হাসপাতাল, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইনস্টিটিউট গড়ে তোলার পাশাপাশি সখিপুর উপজেলায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে, সবার মতামতের ভিত্তিতেই একটি জেলা বা থানা এগিয়ে নিতে হবে। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি থাকলেও সেদিকে না তাকিয়ে উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নড়িয়া-সখিপুর এলাকায় নৌ-বন্দর স্থাপন, ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে বিদেশি সহযোগিতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

শফিকুর রহমান কিরণ বলেন, তিনি নির্বাচিত হলে ব্যক্তিগত অর্থায়নে নড়িয়া-সখিপুরের প্রতিটি ইউনিয়নে জমি কিনে গবেষণা ইনস্টিটিউশন গড়ে তোলা হবে, যার কাজ শুরু হবে নির্বাচনের ছয় মাসের মধ্যেই। পাশাপাশি একটি মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যে রাজনীতি সমাজ ও দেশকে এগিয়ে নেয়, সেই রাজনীতিই আমাদের করতে হবে। যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের রাজনীতি আমরা চাই না। সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কাঁচিকাটা, চরাত্রা ও নওপাড়াসহ নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকার উন্নয়নে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এমপি নির্বাচিত হলে দুই বছরের মধ্যে এই অঞ্চলে জমির দাম দ্বিগুণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সখিপুরকে উপজেলা ঘোষণা, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং নড়িয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নড়িয়া ব্রিজের কাজ শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগবে না। একই সঙ্গে সময়ের দাবি হিসেবে মেঘনা নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিভি/এআই

মন্তব্য করুন: