• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

আমরা কখনোই হ্যা ভোটের বিপক্ষে ছিলাম না: আবিদুল ইসলাম

প্রকাশিত: ১৯:২৪, ৩১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আমরা কখনোই হ্যা ভোটের বিপক্ষে ছিলাম না: আবিদুল ইসলাম

ছবি: আবিদুল ইসলাম খান (সংগৃহীত)

গণভোটে আমরা কখনো হ্যা-এর বিপক্ষে ছিলাম না। না ভোটের পক্ষেও ক্যাম্পেইন করিনি। আমরা ক্যাম্পেইন না-এর যে প্রচারণা করেছি সেটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিপক্ষে ছিলো বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারের সামনে ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে জনসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আবিদুল ইসলাম বলেন, সংস্কারের শুরু আমরাই করেছি। জুলাই সনদে আমরা যখন স্বাক্ষর করেছি তখন অনেকে স্বাক্ষরও করতে রাজি হয়নি। আমরা কেন হ্যা এর বিপক্ষে থাকবো? আমরা না এর যে প্রচারণা করেছি সেটা ছিলো জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট আয়োজন না করা হয় সেজন্য।

এখন হ্যা এর পক্ষে প্রচারণা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি তো এখনো বললাম আমরা হ্যা এর পক্ষে। এটাতো আপনারা প্রকাশ করবেন। সারাদেশ জানবে আমি হ্যা এর পক্ষে বলেছি। এটি কি প্রচারণা নয়?

এ সময় গণমাধ্যম হ্যা ভোটের প্রচারণা নিয়ে ফ্রেমিং করছে বলেও অভিযোগ করেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের হয়ে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী আবিদুল ইসলাম খান।


 

বিভি/এআই

মন্তব্য করুন: