খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত ও দোয়া করেছেন ফ্রান্স, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।
এ সময় ফ্রান্স বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম রেজা, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, সদস্য সচিব ছায়েফ আহমেদের সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভি/এআই



মন্তব্য করুন: