• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

২১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আওয়ামী লীগ

প্রকাশিত: ১৫:৫৬, ৮ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
২১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আওয়ামী লীগ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বিতীয় ধাপের নির্বাচনে চার উপজেলায় ২১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (৮ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

বহিষ্কৃত ২১ প্রার্থীর মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ১০ নেতা, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের নয় জন এবং  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দুই বিদ্রোহী প্রার্থী রয়েছেন।   

বহিষ্কৃত আওয়ামী লীগ নেতারা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোদী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আরিফুর রহমান পথিক তালুকদার, চরযশোরদী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার ওয়াহিদুল বারী আলম, ডাঙ্গী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুজ্জামান সরদার বুলবুল, কাইচাইল ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু, রামনগর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাইমুদ্দিন মন্ডল, রামনগর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আ. কুদ্দুস ফকির, ফুলসুতি ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফুলসুতি ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খন্দকার তৌহিদুর রহমান টিটো, তালমা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন মিয়া, পুরাপাড়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আতাউর রহমান বাবু, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইমাম-উল ইসলাম।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, নেকমরদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক রওশন আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেকুজ্জামান, লেহেম্বা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাহের আলী, হরিপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শাহজাহান আলী সরকার, হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নজরুল ইসলাম ও গেদুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউনুস আলী।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩টি ইউনিয়নের ১১ জন বিদ্রোহী প্রার্থী থাকলেও বহিষ্কার করা হয়েছে দুই জনকে।  

বিভি/এইচডব্লিউ/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2