• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুনঃ বিএনপিকে ওবায়দুল কাদের

প্রকাশিত: ২০:০২, ২৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুনঃ বিএনপিকে ওবায়দুল কাদের

খালেদা জিয়া অসুস্থ, তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন। আমরা খালেদা জিয়া’র মৃত্যু কামনা করি না, চিকিৎসা করতে খালেদা জিয়া’র বিদেশ যাওয়া প্রসংগে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

সোমবার (২৯ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয় ইউনিটের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বেগম জিয়া’র স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাকে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনারা তো করেছেন রাজনীতি। শুধু খোঁজেন কোন ইস্যু নিতে হবে, এখন বেগম জিয়া’র অসুস্থতার ইস্যু পেয়েছেন। বিএনপি আন্দোলনের ডাক দিয়ে দেখেছে, কেউ আসে না। নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এতো মায়াকান্না। অথচ খালেদা জিয়া’র এ মামলাটা সাত বছর ঝুলিয়ে রেখেছে। অনুপস্থিত, অসুস্থ বলে-বলে এই মামলাটা ঝুলিয়ে রাখছে, সে কারণে মামলার রায় হয়েছে দেরিতে।’ 

খালেদা জিয়া’র বেশি অসুস্থতার জন্যও বিএনপি দায়ী অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া যদি বেশি অসুস্থ হয়, এর জন্যও দায়ী বিএনপি।  বিএনপি তার (খালেদা জিয়া) শারীরিক অসুস্থতা নিয়ে যতো কথা বলেছে তারচে বেশি রাজনীতি করেছে। আমরা অমানবিক নই, শেখ হাসিনা প্রমাণ করেছেন।’

দুই সিটি করপোরেশনের ময়লার গাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, ‘আজকে দুই সিটির ময়লার গাড়িতে দু’টি মর্মান্তিক মৃত্যু ঘটেছে। একজন ছাত্র, একজন ব্যবসায়ী। আজকে সরকার হিসেবে এর দায় এড়াতে পারি না। যদিও এটা সিটি করপোরেশনের বিষয়। রাস্তাও সিটি করপোরেশনের গাড়িও সিটি করপোরেশনের, আমার কোনো মালিকানা নেই। তারপরও আমি দায় অস্বীকার করি না।’

এই সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মন্নাফি সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নেতাকর্মীরা।

 

বিভি/এইচডব্লিউ/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2