• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

নিহত যুবদলকর্মী শাওনের মাথার পেছন দিয়ে মগজ বেরিয়ে গেছে

প্রকাশিত: ১৭:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
নিহত যুবদলকর্মী শাওনের মাথার পেছন দিয়ে মগজ বেরিয়ে গেছে

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে নিহত শহিদুল ইসলাম শাওনের (২৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শুরু করে বিকাল সোয় ৪টার দিকে সম্পন্ন হয়। 

ময়নাতদন্ত সম্পন্ন করেন, ঢামেক ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. জান্নাতুন নাঈম। 

এর আগে শাওনের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন, শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শাওনের কপালের ডান পাশে গভীর ক্ষত চিহ্ন ও মাথার পিছনে ডান পাশে গভীর ক্ষত চিহ্ন আছে। সেখান দিয়ে মগজ বেরিয়ে গেছে।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঢাকো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে হবে। সেখানে প্রথম জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হবে।

এর আগে গত বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন যুবদলকর্মী শাওন। পরে বৃহস্পতিবার রাত আটটার দিকে মারা যায়।

বিভি/এজেড

মন্তব্য করুন: