আগামীকাল বিএনপির বিক্ষোভ সমাবেশ

চলমান আন্দোলনকে আরও বেগবান এবং সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় তিনি জানান, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেফতার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এ কর্মসূচি খুলনা মহানগরের জন্য প্রযোজ্য হবে না।
বিএনপির বিভাগীয় মহাসমাবেশ চলছে। এরই মধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দুই মাস ধরে বেতন হচ্ছে না ৩০০০ কনস্টেবলের, যা বলছে সদর দফতর
বিভি/এজেড
মন্তব্য করুন: