• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

পদ দেওয়ার প্রলোভনে তরুণীকে ধর্ষণ, আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪২, ২৩ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
পদ দেওয়ার প্রলোভনে তরুণীকে ধর্ষণ, আ.লীগ নেতার ভিডিও ভাইরাল

আওয়ামী লীগে দলীয় পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রহমান মাস্টারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এমনকি এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

এ ঘটনায় মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শহরের শিববাড়ি এলাকায় সংবাদ সম্মেলন করেন ওই নির্যাতিতা তরুণী।

আওয়ামী লীগের ওই নেতার শাস্তির দাবি করেছেন নির্যাতিতা ঐ তরুণী। তার দাবী ঘটনার পর থেকে তাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে কোনাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশী সহায়তা পাননি ভুক্তভোগী তরুণী। তিনি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে দাবিওকরেন।

এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে অভিযুক্ত রহমান মাস্টারকে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

বিভি/এমএমএফ/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2