• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সফল হবে: আমীর খসরু

প্রকাশিত: ১৬:২৭, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ সফল হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, '১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সফল হবে, এতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। ওইদিন অন্য কেউ সমাবেশ দিলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।'

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।  

সভায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারি কর্মর্তা-কর্মচারীদের জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার এবং নাগরিক অধিকার সুরক্ষার পরামর্শ দেন।

সভায় বিএনপি নেতা আমীর খসরু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ১০ লাখ কোটি টাকা পাচার করায় দেশের অর্থনীতি আজ মহা সংকটে। প্রধানমন্ত্রী নিজেই দুর্ভিক্ষের কথা বলছেন। বিএনপি সরকার আগামীদিনে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামিমসহ অন্যরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2