ভিপি নুরের দেশে ফেরার তারিখ ঘোষণা

নুরুল হক নুর (ফাইল ছবি)
দুবাই, কাতার সফরের পর পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। লম্বা সফর শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নুর কবে নাগাদ দেশে ফিরবেন সেটা জানিয়েছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) দেশে ফিরবেন নুরুল হক নুর।
ইতিমধ্যে নুরের মধ্যপ্রাচ্য সফর নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেখানে ইসরাইলী নাগরিকের সঙ্গে সাক্ষাতের গুঞ্জন উঠেছে। যদিও নুর এই অভিযোগ শুরুতে অস্বীকার করেন এবং পরে ক্ষুব্ধ হয়ে স্বীকার করে ভিডিও প্রকাশ করেন।
বিভি/কেএস/এজেড
মন্তব্য করুন: