• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদেশিদের কাছে তালিকার রাজনীতিতে বিএনপি-আওয়ামী লীগ

প্রকাশিত: ১৫:২৮, ২৭ জুন ২০২৩

ফন্ট সাইজ
বিদেশিদের কাছে তালিকার রাজনীতিতে বিএনপি-আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির পর বিদেশিদের কাছে তালিকা পাঠানোর রাজনীতিতে নেমেছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি৷ গত মাসে বিএনপির কয়েকজন নেতার নির্বাচনবিরোধী বক্তব্য সংযুক্ত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে একটি চিঠি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ. আরাফাত৷ সেখানে তিনি বলেছেন, মার্কিন ভিসা নীতি বিএনপির নেতাদের জন্যও প্রযোজ্য হবে৷

 

অন্যদিকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা, হামলা ও নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে সম্প্রতি ৩৩ জন পুলিশ সদস্য এবং ১০ জন আওয়ামী লীগ নেতার তালিকা বিদেশি দূতাবাস, আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনে পাঠিয়েছে বিএনপি৷ বিএনপি বলছে, এরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে বাঁধা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত৷ 

‘তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে বিএনপি’

অবশ্য প্রধান দুই রাজনৈতিক দলের এই রাজনীতিকে ইতিবাচকভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকেরা৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি তাদের এই তৎপরতার নিন্দা জানাই৷ আমাদের দেশটাতো স্বাধীন রাষ্ট্র৷ এখানে অনেক সমস্যা আছে এটা সত্যি৷ অনেক সম্ভাবনাও আছে৷ তালিকা তৈরি করে কোন দেশের কাছে হস্তান্তর করা হচ্ছে এটা আমি মনে করি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ৷ নিখুঁত প্রমাণ৷ কোন দেশে বিশৃঙ্খলা হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলার রেওয়াজ আছে৷ কিন্তু এইভাবে যদি আমরা তালিকা সরবরাহ করতে থাকি আর সালিশ মানতে থাকি তাহলে রাষ্ট্র হিসেবে আমাদের মানটা কোথায় থাকে? এই কথাটা বলার জন্য উগ্র জাতীয়তাবাদী হওয়ার প্রয়োজন নেই৷ এটা সাধারণ একটা বিষয়৷ আমাদের যে সমস্যা সেটা নিজেদেরই সামাধান করতে হবে৷ সেটা আলাপ-আলোচনা করে হতে পারে৷ কিন্তু কাউকে কর্তা মেনে এটা করা আমার কাছে ঠিক মনে হচ্ছে না৷''

বিএনপির তালিকায় ৩৩ পুলিশ ও ১০ আওয়ামী লীগ নেতা

গত ৩ জুন বিএনপি ১৪ সদস্যের একটি তথ্য সংগ্রহ কমিটি গঠন করেছে৷ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এর প্রধান৷ এই কমিটি ঘটনার বিবরণ, জড়িত পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে চিঠি আকারে তা দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে হস্তান্তর করে৷ সেখান থেকে বিদেশিদের কাছে পাঠানো হয়৷

গত ২৪ মে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি চালুর পর কমিটি করা হয়েছে৷ সম্প্রতি বিভিন্ন দূতাবাসে পাঠানো ছয়টি ঘটনার জন্য ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে৷ এর মধ্যে ৩৩ জন পুলিশ সদস্য৷ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী আছেন ১০ জন৷ এসব পুলিশ সদস্য ও সরকারি দলের নেতাদের নাম, পদবি এবং ঠিকানাও উল্লেখ করা হয়েছে চিঠিতে৷ আন্তর্জাতিক সম্পর্ক কমিটি তা বিদেশি মিশনে পাঠায়৷

তথ্য সংগ্রহ কমিটির আহ্বায়ক রুহুল কবীর রিজভী ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিরোধী দলের সভা-সমাবেশে হামলা, মিথ্যা মামলা ও নেতাকর্মীদের নির্যাতনের সাম্প্রতিক ঘটনার নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তা, সদস্য এবং জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ তথ্যগুলো যাচাই-বাছাই করে ঘটনার বিবরণ ও জড়িতদের নামসহ আমরা দেশের মিডিয়ার কাছে পাঠাচ্ছি৷ একই সঙ্গে সেটা বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিদেশি মিশনগুলোতেও পাঠানো হচ্ছে৷ এর সঙ্গে ভিডিও, ছবি, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়৷ তবে পুরানো ঘটনা নয়, সম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোই আমরা সামনে আনছি৷'' 

মন্তব্য করুন: