• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যে কারণে নিজের নকশাকৃত ভবনে যেতে নিষেধ করলেন স্থপতি

প্রকাশিত: ১১:৫২, ৩ মার্চ ২০২৪

আপডেট: ১৩:১২, ৩ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
যে কারণে নিজের নকশাকৃত ভবনে যেতে নিষেধ করলেন স্থপতি

বেইলি রোডের ক্ষত দাগ কেটেছে অনেকের মনে। আনন্দ-উদযাপনে সব সময় মেতে থাকা রাজধানীর জমজমাট এই এলাকা এখন শোকের আবহে পূর্ণ। এরই মধ্যে আলোচনায় এসেছে এক নকশাকারের নিজের তৈরি করা একটি ভবনে যেতে নিষেধ করার বিষয়টি। ওই ভবনটির নাম গাউসিয়া টুইন পিক। রাজধানীর ধানমণ্ডি এলাকার সাতমসজিদ রোডে অবস্থিত দৃষ্টিনন্দন এই স্থাপনা। 

ফেয়ার ফেস কংক্রিট ও গ্লাসে আবৃত বহুতল ভবনটির ডিজাইনার প্রখ্যাত স্থপতি মুস্তাফা খালিদ পলাশের প্রতিষ্ঠান ভিসতারা আর্কিটেক্টস। বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিজের নকশা করা এই ভবন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থপতি নিজেই। 

আরেক স্থপতি তারিক লাভলু ওই ভবনের একটি ছবি প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন।  সেই স্ট্যাটাসের সূত্র ধরে নিজের ফেসবুক একাউন্টে মুস্তাফা খালিদ পলাশ লিখেছেন- PLEASE DON’T USE THIS BUILDING FOR YOUR OWN SAFETY।

স্থপতি মুস্তাফা খালিদ একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেই লেখায় তিনি সৈয়দ ইশতিয়াক রেজা, মুন্নী সাহা, জুলহাজ নূর, জ.ই মামুনসহ আরও কয়েকজনকে ট্যাগ করেছেন। সেখানে মুস্তাফা খালিদ লিখেছেন, স্থপতি তারিকুল লাভলু’র ছবির ভবন নিয়ে আজকের পোস্টে আমার মন্তব্য:

“প্রতিনিয়ত এই ভবনটি নিয়ে সত্যি উৎকণ্ঠায় থাকি। নক্সা এবং অনুমোদন বাণিজ্যিক ভবন হিসেবে হলেও এর ব্যবহারে বড় রকমের ব্যত্যয় ঘটিয়ে সার্বিক ভাবে একে সমূহ অগ্নীঝুকিপূর্ণ রেস্তোরা ভবনে রুপান্তর করা হয়েছে। স্থপতি হিসেবে শেষ যে ক্ষমতাটুকু রাজউক দিয়েছে অকুপেন্সি সার্টিফিকেটের জন্য রিপোর্ট স্বাক্ষর করার তার তোয়াক্কাও এখানে করা হয়নি। অকুপেন্সি সার্টিফিকেট না নিয়েই চলছে দেদার ব্যবসা।

যেহেতু ভবনটি নির্দিষ্ট ব্যবহারের ব্যত্যয় করে ব্যবহার শুরু করে দেয়া হয়েছে তাই স্থপতি হিসেবে রিপোর্ট ও এজবিল্ট ড্রইং প্রদান থেকে বিরত থেকে জমির মালিক, ডেভেলপারকে বারংবার লিখিত বার্তায় এ বিষয়ে সতর্ক করা হলেও কোনো ফলপ্রসু অগ্রগতি হয়নি। অর্থগৃধ্নুতার কাছে আমার আহাজারি বারবারই নিস্ফল হচ্ছে। ডেভেলপারকে জিজ্ঞেস করলে উত্তর আসে তাদের নাকি ফায়ার লাইসেন্স আছে। কি করে সম্বভ সেটা? কপি চাইলে নিরুত্তর। জমির মালিককে বললে উত্তর, ভাড়া হয় না তাই আর কি করা! তাদেরকে এও জানানো হয় যে সঠিক ব্যবস্থা না গ্রহণ করলে ভবনের স্থপতি হিসেবে এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করা হবে। 

উদ্ভট সব যুক্তির বেড়াজালে একজন স্থপতি হিসেবে নিজেকে অসহায় না ভেবে গতমাসে অত্র এলাকার ফায়ার সার্ভিস বিভাগের স্টেশনমাস্টারকে এক বার্তায় এবিষয়ে অবগত করলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান। আমার ঘনিষ্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রাক্তন ডিজিকেও তাঁর ক্ষমতা প্রয়োগের জন্য অনুরোধ করলে তিনি তার সাধ্যমত তা করবেন বলে জানান। আজ আবার স্টেশনমাস্টার সাহেবকে সকাল বিস্তারিত তথ্য সমেত লিখলাম। দেখা যাক কি হয়। 

যতদূর জানি এভবনের অগ্নীনিরাপত্তার অবস্থা ক্রমান্বয়ে ভয়াবহভাবে অবনমিত করা হয়েছে। ফায়ার ডোর খুলে ফেলা হয়েছে, ফায়ার স্টেয়ার স্টোররুম হয়েছে, যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে ইত্যাদি। 

প্রিয় লাভলু, তোমার লেখার পিঠেই কথাগুলো লিখলাম কারণ একজন সচেতন স্থপতি তো বটেই একজন শহরবাসী হিসেবে আমাদের প্রত্যেকেরই দ্বায়ীত্ব দৃশ্যমান অশনিসংকেতের মোকাবেলা করা।”

মূলত নকশার সময় গাউসিয়া টুইন পিকে অগ্নি নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা রাখা হয়েছিল, পরে সেগুলো আর নেই। ক্রমান্বয়ে ভয়াবহভাবে অবনমিত করা হয়েছে। ফায়ার ডোর খুলে ফেলা হয়েছে, ফায়ার স্টেয়ারগুলো স্টোররুম হয়েছে, যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে ইত্যাদি। এ কারণেই ওই নকশাকার ভবনটিতে যেতে নিষেধ করেছেন।

 

বিভি/এজেড

মন্তব্য করুন: