• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সময় এখন মিম ময়

মেহেদী হাসান

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ অক্টোবর ২০২২

আপডেট: ১৮:১৫, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
সময় এখন মিম ময়

সংগৃহীত ছবি

বিদ্যা সিনহা মিম। আমি মনে করি এ মানুষটা তথাকথিত নায়িকা হবার জন্য কখনি চায়নি। একজন অভিনেত্রী হতে চেয়েছে বা চাচ্ছে। ইন্ড্রাস্টির কারো সাথেই প্রতিযোগিতায় নামেনি, প্রতিযোগিতাটা নিজের সাথে নিজেই করছে। প্রতিনিয়ত নিজেকেই যেনো ছাড়িয়ে যাচ্ছে। মানুষটা চ্যালেঞ্জ নিতে জানে দামাল সেই চ্যালেঞ্জ সফলতার সাথে উততে যেতে পারে। যার প্রমান ইতিমধ্যে পরাণে অনন্যা চরিত্রে দেখিয়েছেন। পরাণ কতোটা সফল সিনেমা তা ইতিমধ্যে সবাই জানে।
দেশের হলগুলো মাতিয়ে পরাণ এবার বিদেশের মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে।

 

কিছুদিন আগে মুক্তি পেয়েছে দামালের ট্রেইলার। যেখানে মিম আসছে হাসনা চরিত্রে। রায়হান রাফি পরিচালিত দামাল মুভিতেও মিম জুটি হিসেবে পাচ্ছে পরাণের জুটি শরিফুল রাজকে। হালের বর্তমান জনপ্রিয় এ তিন ত্রয়ী এবার আসছে দামাল নিয়ে। দামালের ট্রেইলারে মিমকে দেখে দর্শকরা বুঝে গেসে দামালেও মিম পর্দা মাতিয়ে রাখবে। ট্রেইলরে মাত্র কয়েক সেকেন্ড মিমের উপস্হিতি ছিলো। তাতেই রিভেন্স সিনে দুর্দান্ত এক মিমকে দেখা গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের কয়েকটি সিনে মিমের এক্সপ্রেশন সবাইকেই মুগ্ধ করেছে।

অস্ত্র দিয়ে একজনকে কুপিয়ে হত্যার করার সময় মিমের এক্সপ্রেশন অতুলনীয়। এমন একটা সিনে মিম কতোটা পারফেক্টলি দিয়েছে সেটা দেখে সবাই মুগ্ধ হবে। ট্রেইলারে দেখা গেসে কোন এক পরিবারকে হত্যা করা হচ্ছে, সেখানে মিমের চিৎকার করা এক্সপ্রেশন দেখে মনে হলো একদম ন্যাচারাল ভাবে অভিনয় করছে। চরিত্রের কতোটা ভিতরে প্রবেশ করতে পারলে এমন ন্যাচারাল এক্সপ্রেশন দেওয়া যায় সেটা মিমকে দেখলেই বুঝা যাবে।

ট্রেইলারে শেষের সিনটাতে মেইবি একটা টুয়িস্ট রয়েছে। নতুন এক মিমকে দেখা যাবে দামালে। পরাণে তো মিমের চরিত্রের উপর ভিত্তি করে তার অভিনয় দেখে দর্শকরা গালি পর্যন্ত দিয়েছে। কিন্তু দামালে পুরো মুভিতে মিমকে নিয়ে সবাই তালি দিবে, প্রশংশায় ভাসাবে। ট্রেইলারে কিছু অংশে মিমকে দেখে তেমনি আভাস পাওয়া গেসে।
পরিশেষে বলা যায় দামালে মিমের এমন আত্বপ্রকাশ বাংলা চলচ্চিত্রে নতুন এক মাত্রা যোগ করবে। বাংলা চলচ্চিত্রে মিমকে নিয়ে পরিচালকদের ভাবার সময় এসেগেসে।
আপনারা মিমকে একটা চ্যালেন্জিং চরিত্র দিন, দেখেন মিম সেটা কতোটা সফলতার সাথে উতরে যায়।
সময় এখন মিম ময়। মিমদের হাত ধরেই এগিয়ে যাক বাংলা সিনেমা।
দামাল এবার পর্দা কাপাবে।
আমরা দর্শকরা হল মাতাবো।
দামাল আসছে ২৮ অক্টোবর

মন্তব্য করুন: