• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অপরিকল্পিত উন্নয়নের বলি ২ লক্ষাধিক মানুষ

এইচ এম সালাউদ্দিন

প্রকাশিত: ১৭:২১, ২৮ জুন ২০২৩

আপডেট: ১৩:০৯, ৩০ জুন ২০২৩

ফন্ট সাইজ
অপরিকল্পিত উন্নয়নের বলি ২ লক্ষাধিক মানুষ

আমি ঢাকাস্থ মধ্যবাড্ডার বাজার রোডের এগারো সরণীর বাসিন্দা। গত রমজানের পূর্ব হইতে মধ্যবাড্ডা বাজার রোড সংস্কারের নামে রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু করে বিভিন্ন সরকারি সংস্থা। কাজ শুরুর প্রথম দিনেই তারা এই পুরা এলাকার ড্রেনেজ লাইন বন্ধ করে দেয়। এর ফলশ্রুতিতে গত ৩ মাসের অধিক সময় ধরে পুরা রাস্তা (বিশেষত এগারো সরণী থেকে শুরু করে পরবর্তী প্রায় ২ কিলোমিটার) ড্রেনের নোংরা, কালো ও দূর্গন্ধময় পানিতে তলিয়ে আছে। এতে আমরা কিছুতেই ঘর থেকে বের হতে পারছিনা। উপরন্তু সরকারি সংস্থাগুলো রাস্তার দুই পাশের বহু স্থাপনা ভেঙ্গে সেগুলোর ভাঙ্গা অংশ রাস্তার উপর এনে জড়ো করে রাখায় পানিতে ঢাকা রাস্তায় চলতে গিয়ে প্রতিদিনই একাধিক এক্সিডেন্ট ঘটছে।

 

আমার নিজের ৫ বছরের সন্তান স্কুলে যাওয়ার সময় এক্সিডেন্টে মারাত্মক আহত হয়েছিল গত মাসে। ড্রেনেজ লাইন সচলের তো উদ্যোগ নিচ্ছেই না বরং তারা ইচ্চছাক্ৃত যতটা সম্ভব ধীর গতিতে কাজ করছে। উদাহরণস্বরুপ সংস্কার কাজ শুরু করছে সকাল ১০ টার পর এবং বিকেল ৫ টার আগেই কাজ বন্ধ করে দিচ্ছে, শুক্র ও শনিবার কাজ বন্ধ রাখছে, বৃষ্টি হলে বা অধিক গরম পড়লে কাজ বন্ধ করে রাখছে। এই এলাকায় প্রায় ২ লক্ষাধিক মানুষের বসবাস। আজ প্রায় ৪ মাস ধরে এসব মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। ড্রেনেজ লাইন সংস্কারের অনুরোধ নিয়ে বারবার তাদের কাছে গেলেও কোনই কাজ হয় নাই, উল্টা আমাদের মারতে পর্যন্ত এসেছে। 

সবচেয়ে বিপদের কথা হলো কাল পবিত্র ঈদ উল আযহা। ঈদের দিন জবাইকৃত পশুর এই বিপুল পরিমাণ রক্ত, বর্জ জমে থাকা এই পানিতে মিশে কি ভয়াবহ পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্যগত ঝুঁকি স্ৃষ্টি করবে তা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন। এমতাবস্থায় আপনারা আমাদের পাশে না দাঁড়ালে আমাদের মুক্তির কোনই পথ খোলা নেই।

মন্তব্য করুন: