আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
ছবি: সংগৃহিত
বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহ'র কল্যাণ চেয়ে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়।
২৭ মিনিটের মোনাজাতে দেশ, জাতি ও সারা জাহানের জন্য দোয়া করা হয়। গুনাহ মাফ ও আল্লাহর সন্তষ্টি কামনার পাশাপাশি বিশ্ববাসী ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করেও দোয়া করেন মুসল্লিরা।
ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ৬৫টি দেশ থেকে ৯ হাজারেরও বেশি মুসল্লি এ পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমার এবারের পর্বে অংশ নিয়েছেন দিল্লির সাদপন্থী মুসল্লিরা।
আখেরি মোনাজাতে শরিক হতে দূর-দূরান্ত থেকেও সাধারণ মুসল্লিরাও ইজতেমা ময়দানে জমায়েত হন। ইজতেমা শেষে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন তাবলীগ জামাত সদস্যরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: