• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পবিত্র শবে কদর: মসজিদে মসজিদে ইবাদতে মশগুল মুসল্লিরা 

প্রকাশিত: ২১:৫৫, ৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
পবিত্র শবে কদর: মসজিদে মসজিদে ইবাদতে মশগুল মুসল্লিরা 

পবিত্র লাইলাতুল কদর বা শব- ই কদরে মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীতে ব্যস্ত সময় পার করছেন মুসল্লিরা। লাইলাতুল কদরের মহিমাম্বিত রাতে মসজিদে মসজিদে সারা রাত জেগে মুসল্লিরা আল্লাহর ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকেন। জেগে নফল নামাজ, জিকির-আসগার, কোরআন তিলাওয়াত, তওবাহ-তাহলিল ও দ্বীনি আলোচনায় মশগুল থেকে পার করবেন পুরো রাত।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এশার নামাজের পর শুরু হয়েছে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ। কাতারবদ্ধভাবে আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের আশায় নামাযে অংশ নিয়েছেন মুসল্লিরা। 

লাইলাতুল কদর বা শব-ই কদর এমন এক সময় যা আল্লাহ তায়ালা পবিত্র কোরআন শরীফে এর মর্যাদা বর্ণনা করেছেন। 

ইসলামি চিন্তাবিদরা বলছেন, এ রাতে আল্লাহ তায়ালা কাছে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা বান্দার অতীতের সকল পাপ ক্ষমা করে দিবেন। নামাজ শেষে মুসল্লিরা দোয়ায় অংশ নিয়েছেন।  নিজ পরিবার ও দেশ জাতি মঙ্গল কামনায় সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন ধর্মপ্রাণরা। চোখের পানি ফেলে মনের সকল আকুতি নিবেদন করছেন মহান রবের কাছে্ পবিত্র কোরয়ান মাজীদে এই রাতের সম্মান বুঝাতে সূরা কদর নাজিল করেছেন আল্লাহ তায়ালা। এই রাতেই মহা পবিত্র গ্রন্থ আল কোরয়ান নাজিল করা হয়েছে। অধিক নেকি লাভের আশায় অনেকে কোরআন শরীফ পাঠ করছেন।  ইসলামি চিন্তাবিদরা এ রাতে নফল ইবাদত, নানা দোয়ার উচ্চারণ, ও সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2