• NEWS PORTAL

  • সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

পবিত্র কোরআনে রয়েছে আচার-আচরণের নিয়ম

প্রকাশিত: ১৩:৩৯, ১৪ মে ২০২৪

ফন্ট সাইজ
পবিত্র কোরআনে রয়েছে আচার-আচরণের নিয়ম

ফাইল ছবি

পবিত্র কোরআনের সুরা হুজুরাতের ১১ ও ১২ নং আয়াতে সর্বশক্তিমান আল্লাহ মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু সামাজিক আচার আচরণ শিখিয়েছেন। এগুলো অনুসরণ করলে আমাদের সমাজের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও সুন্দর। 

এ দুই আয়াতে মহান আল্লাহ যে নির্দেশনাগুলো দিয়েছেন তা হলো-

১. কাউকে বিদ্রূপ করা যাবে না। কেউ জানে না আল্লাহর কাছে কে উত্তম। তাই অন্যকে তুচ্ছ মনে করে ব্যঙ্গ-বিদ্রূপ করার প্রবণতা ত্যাগ করতে হবে।

২. একে অপরের নিন্দা ও দোষারোপ করা যাবে না। নিজের ত্রুটি সংশোধনের দিকে মনোযোগ দিতে হবে।

৩. কাউকে মন্দ নামে ডাকা যাবে না। কারো নাম এমনভাবে বিকৃত করা যাবে না যা শুনলে সে কষ্ট পায়। কারো সৃষ্টিগত ত্রুটি নিয়ে নাম বানানো আরও গর্হিত পাপ।

৪. অন্যায় বা মন্দ কাজের প্রমাণ না পাওয়া গেলে অন্যের ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে। অহেতুক খারাপ ধারণা করা যাবে না।

৫. মানুষের দোষ-ত্রুটি অনুসন্ধান করা যাবে না।

৬. অন্যের অনুপস্থিতিতে তার সমালোচনা করা যাবে না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: