• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশিত: ২০:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আগামী ১৬ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) সোমবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বুধবার (৪ সেপ্টেম্বর) হিজরি রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে মাস গণনা শুরু হবে। একই দিন রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য বৃহস্পতিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

উল্লেখ্য যে, আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ হলো মহানবীর (সা.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ, এ দিনেই রাসূলে করীম (সা.) ইন্তেকালও করেন। সেই হিসেবে আগামী ১৬ সেপ্টেম্বর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) পালিত হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2