• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আজ মহানবমী: মণ্ডপে-মণ্ডপে বিদায়ের সুর

প্রকাশিত: ০১:৩১, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
আজ মহানবমী: মণ্ডপে-মণ্ডপে বিদায়ের সুর

ছবি: ফাইল ফটো

শারদীয় দুর্গোৎসবের আজ শনিবার (১২ অক্টোবর) মহানবমী। মহানবমীতে মণ্ডপে-মণ্ডপে বাজবে বিদায়ের সুর। আগামীকাল রবিবার বিজয়া দশমির মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পঞ্জিকানুযায়ী আজ মহানবমী পূজা। সকাল ৭টা ৪১ মিনিটে মহানবমী শুরু ও ৯টা ৫৭ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত পূজা শেষ হবে। অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ। এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়।  

বিভি/এমআর

মন্তব্য করুন: