দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

ফাইল ছবি
এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন। শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
হজযাত্রী পরিবহনে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। তারা এ পর্যন্ত ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৬ ও সৌদি এয়ারলাইনস ৬০ ও ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৪ হাজার ৯৭২ জন, সৌদি এয়ারলাইনসে ২৩ হাজার ও ফ্লাইনাস এয়ারলাইনসে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।
এদিকে, হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪১ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী।
বিভি/এসজি
মন্তব্য করুন: