শুভ মহালয়া আজ

শুভ মহালয়া আজ। ভোরে চণ্ডিপাঠের মধ্য দিয়ে দিনক্ষণ গণনা শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল উৎসব শুরু হবে। এবছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডবে পূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানীতে পূজা হবে ২৫৮টি মণ্ডবে।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পুরাণ মতে, দেবী দুর্গা যেদিন মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন সেই দিনটিই মহালয়া।
রবিবার (২১ সেপ্টেম্বর) দেবীপক্ষের সূচনালগ্নে দেশের বিভিন্ন মন্দিরে চণ্ডি পাঠের মধ্য দিয়ে দুর্গা দেবিকে পৃথিবীতে আহ্বান জানানো হয়। মূল উৎসব শুরু হবে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর দিন থেকে।
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সকল অশুভ শক্তি বিনাশের প্রতীক। মহামায়া অসীম শক্তির উৎস।
একছর পর আবারও দেবী আসছে, তাকে বরণ করে নিতে প্রস্তুত হিন্দু সম্প্রদায়। মর্ত্যলোকে দেবীর আগমনে অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে পড়বে; এমনটাই প্রত্যাশা ভক্তদের।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: