• NEWS PORTAL

  • বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজ নিবন্ধন করা যাবে: ধর্ম মন্ত্রণালয়

প্রকাশিত: ২১:৪৫, ৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজ নিবন্ধন করা যাবে: ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রী নিবন্ধনের সুবিধায় পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এরফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখা থেকে এ বিষয়ে পত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এ ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ অ্যাজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

উল্লেখ্য, সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে আগামী ১২ অক্টোবর শেষ হবে আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2