• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

বেসরকারিভাবে হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ কত?

প্রকাশিত: ২৩:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বেসরকারিভাবে হজের ৩ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ কত?

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এবার সর্বনিম্ন প্যাকেজ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা আর সর্বোচ্চ প্যাকেজে খরচ পড়বে সাড়ে ৭ লাখ টাকা।

হাব জানায়, গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা। 

সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, বিগত সময়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮০০ ডলারের বেশি বিমান ভাড়া নেয়া হয়েছে। যাকে তিনি অন্যায় বলে মন্তব্য করেন এবং আগামী মৌসুমে অন্তত ১০০ ডলার কম নেয়ার প্রতিশ্রুতি দেন।

এ বছর হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী নেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ফলে কোটাপূরণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছে এজেন্সিগুলো।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় সমবেত হন। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিও এই মহাসমাবেশে অংশ নেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2