• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

আজ মহাঅষ্টমীর কুমারী পূজা 

প্রকাশিত: ১০:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ মহাঅষ্টমীর কুমারী পূজা 

ফাইল ছবি

আজ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী। আজকের বড় আকর্ষণ ‘কুমারী পূজা’। 

হিন্দুশাস্ত্র অনুসারে, এক থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের কুমারী দেবীজ্ঞানে পূজা করা হয়। যার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। মূলত দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ৬ বছরের কুমারী রূপ ‘উমা’র পূজা করা হয়। তবে এইদিন মন্দিরে ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে মাতৃভাবে জীবন্ত প্রতিমা কল্পনা করে পূজা করা হয়। আর এই পূজিত কুমারী কন্যারই নামকরণ করা হয় ‘উমা’। ভক্তদের মতে, এটি একাধারে ঈশ্বরের উপাসনা, মানববন্দনা আর নারীর মর্যাদা প্রতিষ্ঠা। মূলত নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। আগামীকাল মহানবমী তিথিতে নবমীবিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে দুর্গোৎসব।

রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে কুমারী পূজা উদযাপন হয়। এ বছর কুমারী পূজা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

এর আগে, মহাষ্টমী পূজা শুরু হয় সকাল ৬টা ১০ মিনিটে, একটু পর হবে পুষ্পাঞ্জলি। মধ্যাহ্ন প্রসাদ দুপুর ১২টায়। মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে, শেষ হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2