• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পেছালো ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ 

প্রকাশিত: ২০:০৫, ৩ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পেছালো ২০২৬ সালের বিশ্ব ইজতেমার তারিখ 

বিশ্ব ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী। তিনি বলেছেন, ‘সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা করা হবে।’

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইজতেমার বিষয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুপক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপক্ষই এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল-বোঝাবুঝি হয়নি।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2