• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কোরবানি ব্যতীত হজের সাধারণ প্যাকেজ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ১২ মে ২০২২

আপডেট: ১৩:১৭, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
কোরবানি ব্যতীত হজের সাধারণ প্যাকেজ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ

বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানি ব্যতীত হজের হজযাত্রীদের জন্য সাধারণ প্যাকেজ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

এর আগে বুধবার (১১ মে)  সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ঘোষণা দেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ওপরের দুটি প্যাকেজ ছাড়া আরেকটি বিশেষ হজ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে।

চলতি বছর দ্বিপাক্ষিক হজচুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার সুযোগ পাবেন।

আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: