বাংলাদেশে ঈদ হবে কবে?

ফাইল ছবি
বাংলাদেশে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা এরইমধ্যে মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদ পালন করা হচ্ছে। সাধারণত সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এর ফলে দেশটিতে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি। না হলে রবিবার (২৩ এপ্রিল) ঈদ পালন করা হবে।
অন্যদিকে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্তত আটটি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।
বিভি/টিটি
মন্তব্য করুন: