• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পদ্মার ঢেউ রে

প্রকাশিত: ০৩:২৮, ১৮ মার্চ ২০১৫

আপডেট: ০৩:২৮, ১৮ মার্চ ২০১৫

ফন্ট সাইজ
পদ্মার ঢেউ রে

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ড. নাশিদ কামাল-এর উপস'াপনায় বাংলাভিশনের অনুষ্ঠান  ‘পদ্মার ঢেউ রে’। নানা জনের নানা ভাবনায় সমৃদ্ধ আমাদের বাংলা গান। জনপ্রিয় সংগীত শিল্পীদের কন্ঠে গুনী সংগীতস্রষ্টার সেই সব অমর কীর্তি দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। বৈঠকী ঢঙ্গে প্রতি পর্বে গান পরিবেশন করেন স্বনামখ্যাত সঙ্গীতশিল্পীরা। গানের রচনাকাল, পটভূমি আলোচনা করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে কোরাস গান করেন উপস'াপক ও অতিথিগণ। এছাড়া প্রাসঙ্গিক গানও শোনা যাবে উপস'াপকের কন্ঠে।

মন্তব্য করুন: