সিকান্দার বক্স এখন নিজ গ্রামে
রচনা ও পরিচালনা: সাগর জাহান
প্রচার সময়: ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যনৱ প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।
অভিনয়ে: মোশাররফ করিম, আনিকা কবির শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আখম হাসান, আরফান আহমেদ, সামিহা, জুঁই করিম, আহসান কবির, হারুণ মাসুদ, শাহনেওয়াজ রিপন, ইরেশ যাকের, শামীমা নাজনীন, হারুণ প্রমুখ।
সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন, ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যনৱ প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আখম হাসান, আরফান আহমেদ, সামিহা, জুঁই করিম, আহসান কবির, হারুণ মাসুদ, শাহনেওয়াজ রিপন, ইরেশ যাকের, শামীমা নাজনীন, হারুণ প্রমুখ।
সিকান্দার বক্স তাঁর গ্রামের বাড়িতে বেড়াতে যাবে বলে সিদ্ধানৱ নিলেন। তার গ্রামের বাড়ীর অর্ধেকটা বিক্রি করবে এবং জেসমিনের বিয়ে দিয়ে দেবে। জেসমিনের বিয়ে ঠিক করা হয় ইরেশ যাকেরের সাথে। অনেক ঘটনার পর জেসমিনের বিয়ে হয় আখম হাসানের সাথে। আরফান বিয়ে করে সামিহাকে। আর ফারুক বিয়ে করে এক জাপানীকে। নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
মন্তব্য করুন: