• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাল্টা হাওয়া

প্রকাশিত: ০৬:১৭, ২৩ জুন ২০১৫

আপডেট: ০৬:১৭, ২৩ জুন ২০১৫

ফন্ট সাইজ
পাল্টা হাওয়া

এক ঘন্টা দৈর্ঘের ধারাবাহিক ‘পাল্টা হাওয়া’ বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ০৯টা ০৫মিনিটে। স্মরণজিৎ চক্রবর্তীর ‘পাল্টা হাওয়া’ উপন্যাসের ছায়া অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আফরোজা বানু, আজাদ আবুল কালাম, রিচি সোলায়মান, শিল্পী সরকার অপু, শিরিন আলম, সাবেরী আলম, আরফান নিশো, নিলয় আলমগীর, অপর্ণা ঘোষ, জিনাত সানু স্বাগতা, শারমিন যোহা শশী, তানিয়া হোসাইন, ইলোরা গহর, মারজুক রাসেল, তানজিন তিশা, নিশা প্রমুখ। নাটকটির নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু, কাজী শুসমীন আফসানা ও মহিউদ্দীন আহ্‌মেদ।  

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2